Eastmedinipur

Mar 13 2023, 15:11

*১৪ ই মার্চ নন্দীগ্রাম শহীদ স্মরণ সভার প্রস্তুতি শাসকদল তৃণমূল ও বিরোধীদল বিজেপির*


নন্দীগ্রামঃ রাত পোহালেই ১৪ ই মার্চ নন্দীগ্রাম শহীদ স্মরণ সভা। শাসকদল তৃণমূল ও বিরোধীদল বিজেপির পক্ষ থেকেই স্মরণ সভা করা হবে। দুটি রাজনৈতিক দলের স্মরণ সভার প্রস্তুতি চলছে শেষ মুহুর্তের। ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ব্যানারে 'শহিদ স্মরণ' কর্মসূচিতে তৃণমূলের চন্দ্রিমা ভট্টাচার্য, সৌমেন মহাপাত্র, অখিল গিরি, সায়নী ঘোষ প্রমুখ থাকার কথা রয়েছে। শাসকদলেত পাশাপাশি শুভেন্দু অধিকারীর নেতৃত্বেও ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি ব্যানারে 'শহিদ স্মরণ' কর্মসূচি পালন করা হবে। সেই কর্মসূচিতে থাকবেন নন্দীগ্রাম জমি আন্দোলনে নিহতদের পরিজনরা।

১৪ মার্চ অন্য বছরের তুলনায় ছোট সমাবেশ করা করা হবে 'উচ্চমাধ্যমিক পরীক্ষার কারণে বড় জমায়েত না করার সিদ্ধান্ত হয়েছে।

নন্দীগ্রামে জমি আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের শ্রদ্ধা জানাতে প্রতিবছর ১৪ ই মার্চ ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি ব্যানারে শাসকদল তৃণমূল দিনটি উদযাপন করে আসছিলো। কিন্তু শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার পর থেকে দুটি রাজনৈতিক দল তৃণমূল ও বিজেপি পৃথকভাবে দিনটি উদযাপন করে থাকে।

Eastmedinipur

Mar 13 2023, 15:07

*পঞ্চায়েত ভোটের আগে জেলায় পথশ্রী পকল্পের মাধ্যমে ৩৮৯ টি রাস্তা নির্মান, কটাক্ষ বিরোধীদের*


পূর্ব মেদিনীপুর ঃ পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যে ৩০০০ কোটি টাকা ব্যয়ে ১২ হাজার কিলোমিটার গ্রামীণ সড়ক তৈরি করার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যের এই উদ্যোগ নিয়ে মেগা প্রচার চায় রাজ্য সরকার। তবে পঞ্চায়েত ভোটের মুখে এই ধরনের রাস্তা নির্মান নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা।

রাজ্যে সরকারের পালাবদলের পর রাস্তাঘাটের উন্নয়ন ঘটলেও অনেকাংশে এখনো কাচা রাস্তা রয়েছে। বিভিন্ন সময় দেখা যায় সাধারন মানুষকে আন্দোলনে নামতে এমনকি রাস্তা নির্মান না হলে ভোট বয়কট করার হুমকিও দিয়েছে। সাধারণ মানুষকে শান্ত করার জন্য এই ধরনের প্রকল্পের ঘোষনা বলে মনে করছেন বিরোধীরা।

দুয়ারে সরকারে ক্যাম্পে এলাকার মানুষ তাদের এলাকার রাস্তার বেহলা কথা তুলে ধরে আবেদন করে সেই আবেদনের ভিত্তিতে এবার রাজ্য সরকার পথশ্রী প্রকল্পের মাধ্যমে রাস্তা নির্মানের পরিকল্পনা গ্রহন করেছে। পূর্ব মেদিনীপুর জেলায় ৩৮৯ টি রাস্তার অনুমোদন পাওয়া গিয়েছে, সেই রাস্তার ট্রেন্ডার প্রক্রিয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে জানাগিয়েছে। কিছুদিনের মধ্যে সেই কাজ শুরু হয়ে যাবে।

যে সমস্ত রাস্তা এখনো কাচা রয়েছে সেগুলি বর্ষার আগে যাতে নির্মান করা যায় তার চেস্টা চালাচ্ছে জেলা প্রশাসনের কর্তারা।

পঞ্চায়েত ভোটের আগে পথশ্রী প্রকল্পের মাধ্যমে রাস্তা নির্মান নিয়ে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তপন ব্যানার্জি জানান," সরকার এতোদিন ধরে তার যা দায়িত্ব ছিলো রাস্তাঘাট ইত্যাদি সংস্কার করা,হঠাৎ করে পঞ্চায়েত নির্বাচনে প্রাক্কালে কেনো করতে যাচ্ছেন এটা নিয়ে প্রশ্ন চিন্ন থাকছে। আর সব ক্ষেত্রেই তো দূর্নীতি চলছে, আবার নতুন করে ট্রেন্ডার করার মধ্যদিয়ে আবার কিছু টাকা রোজগার করার পথ ছাড়া আর কিছু না। আদোতে কোনো কাজ হবে কিনা এবিষয় নিয়ে সন্ধেহ আছে।

তবে বিরোধীদের করা অভিযোগের গুরুত্ব না দিয়ে তমলুক সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি প্রাক্তন মন্ত্রী সৌমেনকুমার জানান, বিরোধীদের কাজ বিরোধীতা করা। ২০১১ সালের পর থেকে বাংলার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলায় রাস্তাঘাটের কতটা উন্নয়ন হয়েছে তা সাধারণ মানুষ দেখছে। সব কাজ একসাথে শেষ করা যায় না। তাই আবার বাকি থাকা রাস্তার কাজ শুরু হবে দ্রুত। সাধারণ মানুষ যেটা চাইছে রাজ্য সরকার সেই কাজ আগে করার চেস্টা করে চলেছে।।

Eastmedinipur

Mar 13 2023, 15:02

*নন্দীগ্রাম-১ নম্বর ব্লক মৎস্য বিভাগের অভিনব বার্তা কর্মসূচী - বেকারত্ম ঘোঁচাতে বাড়ির দালানে মাছ চাষ*


নন্দীগ্রাম-১ নম্বর ব্লক মৎস্য বিভাগের অভিনব বার্তা কর্মসূচীতে বেকারত্ম ঘোঁচাতে বাড়ির দালানে মাছ চাষ করে স্বনির্ভরতার দিকটি তুলে ধরা হচ্ছে। উদাহরন হিসেবে বলা হচ্ছে বাড়ির উঠানে তুলসির চৌবাচ্চায় হরেক মাছের চাষে উপার্জনের বিষয়টি।

প্রসঙ্গক্রমে উল্লেখ্য, পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম-১নম্বর ব্লকের মাধবপুর গ্রামের বছর আটান্নের তুলসি দাস বাড়ির উঠানে অল্প জায়গায় স্বল্প ব্যায়ে চৌবাচ্চায় হরেক মাছের চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন সকলকে। তিনি দেখিয়েছেন মনের উদ্যোম ও ইচ্ছা থাকলে বড় পুকুর কিংবা ভেড়ি নয় ছোট চৌবাচ্চাতেই মাছ চাষ করে হাজার হাজার টাকা আয় করা সম্ভব। কই, শিঙি, মাগুরের মত জিওল মাছের পাশাপাশি পাবদা, জাপানিপুটি, পেংবা, সিলভার কার্পেরও চাষ করছেন অনায়াসে। মাছের প্রাকৃতিক খাদ্যের জন্য চৌবাচ্চায় দিয়ে রেখেছেন অ্যাজোলা। তাছাড়া চৌবাচ্চার সবুজ শ্যাওলা নিয়ন্ত্রনের জন্য সিলভার কার্প মাছও ছেড়েছেন। এছাড়া কই, শিঙি প্রভৃতি মাছের কৃত্রিম প্রজনন করে নিজের চারা মাছ নিজেই তৈরি করে নেন। নিজস্ব চাষের পাশাপাশি একি সাথে নন্দীগ্রাম-১ নম্বর ব্লক মৎস্য বিভাগের সাথে মাছ চাষে স্বাবলম্বী হতে বেকার যুবকদেরও উৎসাহীত করছেন।

তুলসি বাবু বলেন, “মৎস্য দপ্তরের উদ্যোগে একশো দিনের কাজের কনভার্জেন্স প্রকল্প থেকে এই ইটের চৌবাচ্চা বানানো হয়েচ্ছে । ২৮শে ফেব্রুয়ারী ২০২৩ -এ ব্লক মৎস্য বিভাগ থেকে শিঙি মাছের চারাও পেয়েছি। চাষ সম্পর্কে তুলসি আরো বলেন, ছোট জায়গার ওপর এই পদ্ধতির চাষ লাভজনক। স্থানীয় বাজার লক্ষ করে চৌবাচ্চায় মাছ চাষ করতে হবে। তিনি আরো বলেন, পাইকারি রেট ভালো থাকলে লাভ ভালো হয় । দু’শো টাকার ওপরে যেকোনো মাছ বিক্রি হলে পঞ্চাশ শতাংশ লাভ পাওয়া যায়। তবে দেশী খাবার মাছ ও রঙিন মাছ পাশাপাশি চাষ করলে লাভ বেশি পাওয়া যাবে।“

নন্দীগ্রাম-১ নম্বর ব্লকের মৎস্যচাষ সম্প্রসারন আধিকারিক সুমন কুমার সাহু বলেন, “তুলসি দাস একজন সফল মৎস্য চাষী। তিনি মাছ চাষ করেই সফল হয়েছেন। তিনি অনেককেই মাছ চাষে আগ্রহী করে তুলেছেন। পুকুর কিংবা ভেড়িতে যেমন স্বাভাবিক নিয়মে মাছ চাষ হয় তার থেকে সামান্য আলাদা এই মাছ চাষের পদ্ধতি। যেহেতু অল্প জায়গায় স্বল্প মূলধন নিয়ে এই উদ্যোগ নেওয়া যায়, তাই উপার্জনের এই সহজ পথ অবলম্বন করলে স্বনির্ভর হওয়া যায়। মাছ চাষকে পেশা করে এগিয়ে যেতে আমরা দপ্তরগত ভাবে প্রত্যন্ত গ্রামে ছোট ছোট দল গঠন করে এই সমস্ত মাছ চাষের আলোচনা করছি । অনালাইন ও অফ লাইন প্লাটফর্মে সরকারি প্রকল্পের সুবিধার পাশাপাশি মৎস্য প্রযুক্তি সম্প্রসারিত করা হচ্ছে”

নন্দীগ্রাম-১ নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মৌসুমি পানি বলেন, “ব্লক মৎস্য বিভাগের উদ্যোগে বেকার যুবক যুবতী, স্বনির্ভর দলের মহিলা , মৎস্যজীবী মাছ ব্যাবসায়ী সকলকে মাছ চাষের বিভিন্ন পেশার মাধ্যমে স্বনির্ভরতার উদ্যোক্তা উন্নয়ন ও গঠন করা হচ্ছে, এই বিষয়ে অভিনব বার্তা কর্মসূচীতে প্রত্যন্ত গ্রামে গঞ্জে পাড়া বৈঠক করা হচ্ছে, বলা হচ্ছে যাদের পুকুর নেই তারাও বেকারত্ম ঘোঁচাতে বাড়ির দালানে মাছ চাষ করে স্বাবলম্বী হতে পারেন।“

Eastmedinipur

Mar 13 2023, 12:51

*ডিএ নিয়ে ধর্মঘটে সামিল হয়েছিলেন শিক্ষকরা, সেই শিক্ষকদের স্কুলের মধ্যে ঢুকতে না দিয়ে আটকে রাখল অভিভাবকরা*


পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার বেতকল্লা মিলনী বিদ্যানিকেতন হাই স্কুলের শিক্ষকরা ১০ই মার্চ ধর্মঘটে সামিল হয়েছিলেন। ঐদিন ছাত্ররা এলেও শিক্ষক-শিক্ষিকারা অনুপস্থিত ছিলেন। আর তা নিয়েই অভিভাবকদের মধ্যে ক্ষোভ জন্মেছে। সোমবার স্কুলের শিক্ষকরা এলে অভিভাবকরা আটকে রাখেন। যদিও ছাত্র-ছাত্রীদের ক্লাসরুমের ভেতরে ঢুকতে দেওয়া হয়েছে।

স্কুলের গেটের সামনে অভিভাবক অভিভাবিকা রা দাঁড়িয়ে রয়েছে। শিক্ষক-শিক্ষিকারা সামনের জড়ো হয়ে বসে রয়েছে। প্রশাসনিক আধিকারিকরা জানলেও এখনো স্কুলে কেউ প্রশাসনের তরফ থেকে আসেননি।

Eastmedinipur

Mar 13 2023, 09:36

*পঞ্চম দলের আনন্দে বৃদ্ধাশ্রমের আবাসিকরা*


কোলাঘাটঃ "গানের ভাষায় আছে ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার মস্ত ফ্ল্যাটে যায়না দেখা এপার ওপার"

গায়ক নচিকেতা বৃদ্ধাশ্রম গানটা মনে পড়লেই বৃদ্ধাশ্রমে থাকা অসহায় বৃদ্ধ-বৃদ্ধাদের কথা মনে পড়ে। যারা নিজের পরিবার থেকে বঞ্চিত হয়ে বৃদ্ধাশ্রমে আশ্রয় নিয়েছেন, যে বৃদ্ধাশ্রম রাজ্য সরকার থেকে কোন প্রকার আর্থিক সহযোগিতা পায়নি আজও, তাদের সাথেই পঞ্চম দোলের আনন্দে মেতে উঠলো সাংবাদিকরা।

পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের রায়চক বৃদ্ধাশ্রমের আবাসিকদের সাথে পঞ্চম দলের আনন্দে মেতে উঠলেন সাংবাদিকরা । দীর্ঘ ২৫ বছর ধরে চলছে এই বৃদ্ধাশ্রম। বিভিন্ন জায়গার বয়স্ক মানুষজন তারা থাকেন এই বৃদ্ধাশ্রমে, যারা সন্তানদের থেকে বিতাড়িত। যাদের আশ্রয় বৃদ্ধাশ্রমে ছাদের নিচে। তাদের করুণ চোখ চাতকের মত তাকিয়ে থাকে কখন তার গর্ভের সন্তান এসে তাদের হয়তো বাড়ি ফিরিয়ে নিয়ে যাবে কিংবা নানান অনুষ্ঠানে এসে তাদের সাথে একটু আনন্দ করবে। কিন্তু সে স্বপ্ন স্বপ্নই থেকে যায় এই সমস্ত বৃদ্ধ বৃদ্ধাদের। রবিবার পঞ্চম দোলে সাংবাদিকদের পক্ষ থেকে বৃদ্ধাশ্রম এর আবাসিকদের সাথে দোল উৎসব পালন করা হয়। তার পাশাপাশি তাদের হাতে গোলাপ এবং একটি করে চাদর তুলে দেন পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি হানিফ মহম্মদ। এমনকি দুপুরের মেনুতে নানান ধরনের খাওয়ারও রাখা হয়। স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকদের কাছে পেয়ে আপ্লুত বৃদ্ধাশ্রমের আবাসিকরা।

কেন্দ্র সরকারের থেকে যে অর্থ সাহায্য পায় তাতেও কুলায় না আবাসিকদের। রাজ্য সরকার থেকে কোন প্রকার আর্থিক সহযোগিতা পায়নি রায়চকের বৃদ্ধাশ্রমের আবাসন কর্তৃপক্ষ। যে কারণে রাজ্য সরকারের দিকে চাতকের মত তাকিয়ে রয়েছে বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষ।সরকারি সাহায্য সেইভাবে না পাওয়া গেলেও স্থানীয় জনপ্রতিনিধিরা তাদের সাধ্যমতো পাশে দাঁড়াচ্ছেন।

Eastmedinipur

Mar 12 2023, 18:20

*বসন্ত উৎসবে মাতলেন আবাসিক আশ্রমিক ছেলেমেয়েরা*


ভগবানপুরঃ বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রবিবার ভগবানপুর ২ নম্বর ব্লকের অন্তর্গত পাঁউশী অন্ত্যোদয় অনাথ আশ্রমে সম্প্রীতি বসন্ত উৎসব উদযাপিত হলো। সকালে আশ্রমের আবাসিক আশ্রমিক ছেলেমেয়েরা আশ্রম হইতে পাঁউশী বাজার পর্যন্ত এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও নৃত্যাঅনুষ্ঠানের মধ্য দিয়ে সমগ্র এলাকায় বসন্ত উৎসবের বাতাবরণ তৈরি করে ।

পরে আশ্রমের মুক্তমঞ্চে আশ্রমিক ছেলেমেয়েরা সংগীত নৃত্যের মাধ্যমে বসন্ত উৎসব উৎযাপন করে। একইসঙ্গে একে অপরকে আবির রঙে রাঙিয়ে দেয়। এই অনুষ্ঠানে সপরিবারে উপস্থিত ছিলেন কাঁথির মহাকুমা শাসক সৌভিক ভট্টাচার্য এ ছাড়া ও আরো অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ গ্রামবাসী।

আশ্রমের কর্ণধার বলরাম করণ তার বক্তব্যে বলেন পাঁউশী অন্ত্যোদয় অনাথ আশ্রম অনেক মানুষের ভালবাসা শুভেচ্ছা ও সহযোগিতায় আজ বটবৃক্ষে পরিণত হয়েছে। তাছাড়া অনেক শুভানুধ্যায়ীর ভালোবাসায় এবং সান্নিধ্যে আমাদের ছেলেমেয়েরা অনেক বড় বড় জায়গায় পৌঁছেছে। প্রায় দেড় শতাধিকের ও বেশি আশ্রমিকের আন্তরিকতায় আজকে এই বসন্ত উৎসব পালিত হলো এবং সকলের মন জয় করে নিল। রঙিন রঙে রাঙিয়ে দিয়ে গেল সকলের মন।

Eastmedinipur

Mar 12 2023, 16:32

*গতির বলি, বাইক দুর্ঘটনায় মৃত এক, আহত দুই যুবক*


তমলুকঃ গতির বলি এক যুবক, আহত দুই। রবিবার দুপুরে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার ১১৬ জাতীয় সড়কের উদয়চকে বাইক দূর্ঘটনা ঘটে। মৃত্যু হয় একজনের আহত দুই। জানাগিয়েছে, তমলুকের রাধামনির দিক থেকে মেছেদার অভিমুখে দ্রুত গতিতে একটি বাইকে তিনজন যাওয়ার সময় নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার ডিভাইডারে ধাক্কা মেরে রাস্তার উপরে উল্টে যায়। ঘটনাস্থলে এক জনের মৃত্যু হয় বাকি দুজনকে স্থানীয়দের চেস্টায় অ্যাম্বুলেন্সে করে তমলুক জেলা হাসপাতালে পাঠানো হয়।

দুর্ঘটনার জেরে জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। ব্যাপক জানজট সৃষ্টি হয়। ঘটনা স্থলে তমলুক থানার পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে মৃত ও আহতদের পরিচয় জানা যায়নি৷ পুলিশ দুর্ঘটনাগ্রস্ত বাইকটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। তিনজনের মাথায় হেলমেট ছিলো না। মাথায় আঘাত লেগে অতিরিক্ত রক্ত ক্ষরণের একজনের মৃত্যু হয়। গুরুতর আহত বাকি দুজন।

Eastmedinipur

Mar 12 2023, 15:28

*রাজ্যে শান্তি বজায় রাখতে যেখানে অনশন প্রত্যাহারের আর্জি জানাচ্ছে রাজ্যপাল সেখানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আন্দোলন জারি রাখার আহ্


নন্দীগ্রাম: রাজ্যে ডি এ আন্দোলনকারীদের নিয়ে যখন সমস্যার সমাধান করার চেস্টা করছেন রাজ্যের রাজ্যপাল তখন নন্দীগ্রামে দাঁড়িয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আন্দোলন জারি রাখার আহ্বান জানাচ্ছেন।১৪ ই মার্চ নন্দীগ্রাম শহীদ দিবস। সেই দিনকে সামনে রেখে শুভেন্দু অধিকারীর উদ্যোগে ১২ই মার্চ থেকে ১৪ ই মার্চ পর্যন্ত নানান সমাজসেবামূলক কর্মসূচি গ্রহন করা হয়েছে নন্দীগ্রামের সোনাচুড়ায় শহীদবেদি প্রাঙ্গণে।  তারই অঙ্গ হিসাবে রবিবার রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়।

সেই কর্মসূচিতে অংশগ্রহন করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, মহামান্য  রাজ্যপাল টুইট করে জানিয়েছেন, জীবন অত্যন্ত মূল্যবান, আপনারা চার সপ্তাহ ধরে অনশণ করছেন অনশন ভাঙ্গুন। আমি মাননীয় গর্ভনরের টুইটকে সমর্থন করে বলেছি, আন্দোলন জারি রাখুন, অনশন মমতা বন্দ্যোপাধ্যায় অন্যায়ের কাছে নিজেদের শরীরটাকে নষ্ট করবেন না। একদিনের আন্দোলনের যা করার করে দিয়েছেন, উচ্চমাধ্যমিকে পরীক্ষা গেলে আরও বড় করে ধর্মঘট করুন।জল, বিদ্যুৎ ও স্বাস্থ্য এই তিনটে পরিষেবা ছাড়া বাকি সব জায়গায় তালা লাগিয়ে রাখুন। তার পর নিজেদের হক অধিকার ফিরিয়ে নিয়ে বাড়ি যান।

পাশাপাশি  এদিন তিনি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে রাজ্যসরকারকে কটাক্ষ করে বলেন, বিধানসভায় প্রতি বৃহস্পতিবার স্বাস্থ্য ব্যবস্থার উপর প্রশ্ন উত্তর পর্ব রয়েছে। স্বাস্থ্য মন্ত্রী হয়ে একদিনও হাজির হননি। ফলে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা যেমন হওয়ার তেমনি হয়ে চলেছে। ভারত সরকারের কাছ থেকে করোনার ভ্যাক্সিন নিয়ে আজ বাংলার মানুষ মাস্ক বিহীন চলাফেরা করতে পারছি। অন্যান্য দেশে এখনো করোনার ভয়ে রয়েছে। 

নন্দীগ্রামের সোনাচুড়ার প্রোগ্রামের পাশাপাশি এদিন শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে বুথ স্বশক্তিকরন অভিযান কর্মসূচির মাধ্যমে এলাকায় এলাকায় ঘুরেন। এলাকার মানুষের সাথে কথা বলেন, তাদের অভাব অভিযোগ শোনেন। পঞ্চায়েত ভোটের আগে এইধরনের কর্মসূচি যা দলের শক্তি বৃদ্ধি হবে বলে মনে করছেন নেতৃত্বরা।

Eastmedinipur

Mar 11 2023, 18:53

*তমলুক থানার বাহার জালা এলাকা থেকে বিপুল পরিমাণ সাউন্ড সিস্টেম সহ 5 জনকে গ্রেফতার করলো পুলিশ।*


বিভিন্ন পুজো ও উৎসব এর আগেই বারবার সাউন্ড সিস্টেমের কর্তাদের নিয়ে সচেতনতার বার্তা দিয়েছেন জেলা পুলিশ সহ তমলুক থানার পুলিশেরা। একাধিকবার মিটিং করার পরেও উচ্চস্বরে মাইক বাজানোর বেশ কিছু জায়গা থেকে অভিযোগ আসছিল তমলুক থানায়, গতকাল অভিযানে নেমে তমলুক থানার বাহারজালা এলাকায় Ab সাউন্ড নামের এক সাউন্ড সিস্টেম বাজেয়াপ্ত করে থানায় নিয়ে আসে তমলুক থানার পুলিশ।

জানাযায় ওই সাউন্ড সিস্টেমের মালিকের বাড়ি সুতাহাটা থানা এলাকায়। তিনটি গাড়িতে করে বেশ কিছু বক্স সহ উচ্চস্বরে মাইক বাজানো সামগ্রী নিয়ে যাচ্ছিল সুতাহাটার উদ্দেশ্যে সেই সময় এই গাড়িগুলি আটকায় পুলিশ। বক্স মাইকের সরঞ্জাম তিনটি ছোট হাতি গাড়িসহ মোট পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ পরে তাদের নিয়ে যাওয়া হয় তমলুক আদালতে।

Eastmedinipur

Mar 11 2023, 17:18

অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল হাওড়া ব্যাঙ্গালুরু দুরন্ত এক্সপ্রেস


পূর্ব মেদিনীপুর: অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল দুরন্ত এক্সপ্রেস। ব্রেক লক হয়ে ট্রেনটি  দাঁড়িয়ে রয়েছে পূর্ব মেদিনীপুরের ভোগপুর স্টেশনে। হাওড়া ব্যাঙ্গালুরু দুরন্ত এক্সপ্রেস। যাকে রেলের ইঞ্জিনিয়ারিং ভাষায় বলা হচ্ছে ব্রেক বাইন্ডিং। প্রায় তিন ঘণ্টা ধরে আটকে রয়েছে ট্রেন। দূরপাল্লার এই ট্রেনের যাত্রী দুর্ভোগ। গরমে নাজেহাল যাত্রীরা। চরম অব্যবস্থার অভিযোগ রেলের বিরুদ্ধে।

হাওড়া ব্যাঙ্গালুরু দূরন্ত এক্সপ্রেসে বিভ্রাট,বেলা ১২ টা থেকে আটকে রয়েছে পূর্ব মেদিনীপুরের ভোগপুর স্টেশনে।সকাল ১০.৫০ নাগাদ হাওড়া থেকে ছাড়ে।কিন্তু বেলা ১২ টা নাগাদ এস-৩  কামরার কাছে গাড়ির চাকা ব্রেক বাইন্ডিং হয়।যারফলে সমস্যায় পড়তে হয় যাত্রীদের।দুপুর ২ টো নাগাদ  ট্রেনের কামরা সরানো হয়।এস ৩ কামরাটি সরিয়ে অন্য নতুন কামরা সংযোগের ব্যবস্থা চলছে।এখনো আটকে ট্রেনটি।